10:17
Md Al Amin Sarker
আপু জানি আমি কথা বলে কোনো কাজ হবেনা।
তারপরও বলছি, আমি এসব জায়গায় কখনো ইনভেস্ট করি না, তা আপনি বুজতে পারছে যখন বার বার বলতেছিলেন আমি রাজী হইনি। শেষ পর্যুন্ত আপনি বলেছিলেন আমরা ভাই, বোন হিসেবে থাকি।
এরপর কি যেনো মায়া কাজ করলো আমি ইনভেস্ট করলাম। এরপর থেকে ভাগ্য একের পর বাধা দিতে থাকলো, শেষ পর্যন্ত কি হলো তা ত দেখলেন।
শেষ বিন্দুতেও ভাগ্য আমাকে বাধা দিলো। মিস্টি বক্স এসে বাধা দিলো। ভাগ্য আমার কেমন দেখেন নেগেটিভ যেখানে সেখানেই হাত পরলো।
দেখলেন ত, আমার ভাগ্য অনেক বেশি কিন্তু নেগেটিভ বেশি।
আপনাদের কোম্পানিতে কতজন কাজ করতেছে, টাকা উত্তোলন করতেছে, তেমন কোনো সমস্যা হয়ও না। সব নরমান, আমার ক্ষেত্রে বিশাল লাক্সারির মত কত কিছু কিন্ত সব মাইনাস।
আমি ইতিমধ্য ৩ লাখ ধার দেনা করে এনে ১ দিনের কথা বলে এনে জমা দিয়েছি, আপনার ভরসায় যে আর কোনো ঝামেলা হবে না, বার বার বলেছি, বলেছেন যে ডিপোজিট করেই কাজ শেষ, উইড্র করে নিতে পারবেন।
এখন শেষে মিস্ট্রি বক্স এসে আমার জীবন এলোমেলো করে দিলো। আমি আপনাকে দোষারোপ করছিনা আপু, আপনি আমাকে হয়তো বলেছিলেন, ভাগ্য আমাকে ওই জায়গায় যেতে দেয়নি।
আমার কপাল এ রকমই। সহজ পদ্ধতিতে ইনকাম আমার জন্য না, আল্লাহ সেটা নির্ধারণ করে রেখেছে, আমি আমার জন্য আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে কাজ করতে গিয়েছি। আবার ধরা খাইছি।
আপনার উপর কেনো যেনো মায়া পরেছিলো। আমি সেই মায়ায় পরে আজ সর্বসান্ত।