09:27
Md Al Amin Sarker
ভাই, আমি খামারবাড়ি ১ম ব্লিডিং এর ৫ তলায় বসি। কখনো আসলে আমার নাম বলবেন আমার রুমে নিয়ে যাবে।
আমি আইটির লোক। প্রোগ্রামার হিসেবে আছি। এসব কত সফটওয়্যার আমি বানাইলাম।
আপনি এর আগে বলেছিলেন, এই লাইনে আপনি কেনো। আমার প্রোফেশনের সাথে এইটা মিলে না।
কথা সত্য। তবে আমার এজেন্ট মেয়েটা অনেক চালাক। আমার পিছনে ও ৫/৬ দিন অনেক পরিশ্রম করেছে। পারেনি, কিন্ত শেষে সে আবেগ দিয়ে চেষ্টা করেছে, সেই আবেগে আমি ধরা দিয়েছি। তার ফলাফল আপনি ত দেখতে পাচ্ছেন।
আল্লাহ আমাকে শাস্তিসরুপ এই পথে যাওয়ার পথ পরিস্কার করেছে।
আমি ভাই গরীব ঘরের সন্তান, ১২ বছর সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেছি, কত সফটওয়্যার বানাইছি এরকম। আমি সবই জানি তবে, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে কারন আমার কৃতজ্ঞতা নাই।
শেষ বয়সে মাত্র ২ বছর আগে সরকারের ৬ ষ্ট গ্রেডে একটা ভালো চাকরি দিয়েছেন। তারপরও আমার লোভ যায়না। লোভের তারনায় আমি জুয়ার লোভে পরে গেলাম। আল্লাহও দেখলেন যে আমাকে শাস্তি দিয়ে দেখাইলেন।
আমার বউ ৯ মাসের প্রেগন্যান্ট। আমার বউ আমার অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়ছে।
আমি ভুল করেছি, মহাভুল। ব্লু হোয়াইল গেইম খেলে যেমন মানুষ অজানা পথে হারিয়ে যায়। তেমনি আমার এজেন্ট ওই মেয়েটার কারনে আমার আজ এই অবস্থা। ৯.৩০ লাখ শুধু ধারের উপরে। যার ক্ষমা নাই। আমি জানি আপনিও এই গ্রুপের সাথে আছেন। আমার সাস্তি আমি পেয়ে গেছি। আপনারা ভালো থাকেন ভাই। আমার জন্য দোয়া করিয়েন বিশেষ করে আমার স্ত্রীর জন্য এই সময়ে ওর সুস্থ থাকা জরুরী। ৯.৩ লাখ ধারের টাকার লোড যেনো তার অনাগত বাচ্চার ক্ষতি না করে। অন্তত এই দোয়া আমি চাইতেই পারি।